• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত 

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুরে ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সন্তানের জননী নাজমা বেগম নামে এক নারী নিহত এবং শান্ত (২) নামে এক শিশু আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধায় এ সড়ক দুর্ঘটনাটি খানসামা-দারোয়ানী আঞ্চলিক সড়কের দিনাজপুরের খানসামার টংগুয়া দলবাড়ি নামক স্থানে ঘটেছে। 

নিহত নাজমা বেগম (২৫) রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মনিরুল ইসলামের স্ত্রী এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাটের নওশের আলীর মেয়ে। আহত শান্ত (২) তাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে মনিরুল ইসলাম তার স্ত্রী-সন্তানসহ ৪ জন মোটরসাইকেলযোগে রংপুরের গঙ্গাচড়া মর্ণেয়া গ্রাম থেকে বীরগঞ্জ উপজেলার লাটেরহাটে শ্বশুড়বাড়ি যাওয়ার পথিমধ্যে খানসামা উপজেলার টংগুয়া দলবাড়ি নামকস্থানে পৌঁছলে ডাম্পট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুইজন আরোহী রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকটি গৃহবধূ নাজমা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসি ডাম্পট্রাক বন্ধের দাবিতে প্রায় ঘন্টাব্যাপি ওইসড়ক অবরোধ করে রাখে। প্রশাসনের হস্তক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক হয়। 
এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত শিশু শান্তকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল এর সত্যতা নিশ্চিত করে জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন নিহতের দাফন কার্য সম্পাদনে তার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –